​যন্ত্রণাদায়ক আক্কেল দাঁতের ব্যথা। [লক্ষণ, উপসর্গ, চিকিৎসা ও সমাধান।]

​যন্ত্রণাদায়ক আক্কেল দাঁতের ব্যথা। 

[লক্ষণ, উপসর্গ, চিকিৎসা ও সমাধান।]

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

বেদনাগ্রস্ত আক্কেল দাঁতের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে

বিবর্তন মানুষের আক্কেল দাঁতের উপস্থিতিকে অপ্রয়োজনীয় একটি দাঁতে পরিনত করেছে। 

আক্কেল দাঁতের প্রায় ৮৫ শতাংশ শেষ পর্যন্ত বিভিন্ন কারণে অপসারণের প্রয়োজন হয়।

আমেরিকান এসোসিয়েশন অফ ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস্ (American Association of Oral & Maxillofacial Surgeon’s : AAOMS) অনুসারে মাড়ির মধ্যে আটকা পড়া (সম্পুর্ন বা আংশিকভাবে) আক্কেল দাঁত, ব্যথা, সংক্রমণ বা অন্যান্য দাঁতকে ক্ষতিগ্রস্ত করে বিভিন্নরকম ডেন্টাল সমস্যার উৎপত্তি করতে পারে।


রোগ নির্ণয় লক্ষণ ও উপসর্গঃ

আক্কেল দাঁত সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সকালে মানুষের মুখে উঠে, কিন্তু ৯২ শতাংশের ক্ষেএে আক্কেলদাঁত বাঁকাভাবে, আংশিক ভাবে বা সম্পূর্ণরূপে মাড়ি কিংবা চোয়ালের হাড়েঁ আটকে থাকে, যা পরবর্তীতে কোনভাবেই সঠিক অবস্থানে আসার লক্ষণ প্রকাশ করে না বরং কিছুদিন পর পর বিভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকে যা আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন (American Dental Association : ADA) অনুযায়ী প্রমাণিত ও প্রকাশিত।
✔ দাঁতে অথবা মাড়ীতে প্রচণ্ড ব্যথা যা কান,মাথা ও ঘাড়ের উপরের অংশে ছড়িয়ে পরে।

✔ মাড়ি ফোলা এবং লাল হয়ে মাড়ি থেকে রক্তপাত হতে থাকে।

✔ চোয়াল প্রায়ই ফোলা থাকে এবং 

✔ নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।

✔ ক্ষতিগ্রস্ত দাঁতের এলাকার কাছাকাছি মুখের মধ্যে একটি অপ্রীতিকর স্বাদ আনুভব হয় যা খুবই অসস্তিকর।

✔ মাথা ব্যাথা বা পুরো চোয়ালে ব্যাথা.

✔ মাঝে মধ্যে মুখ খোলার সময় অসুবিধা।

✔ ঘাড়ে কিংবা চোয়ালের নিচে অনিয়মিত ফোলা লিম্ফ নোড। (Lymph Node)
কেন এক্সরেঃ

আক্কেল দাঁতের সঠিক অবস্থানের জন্য এক্স-রে দরকার, যার মাধ্যমে একজন ডেন্টিস্ট বা ওরাল সার্জন নির্ণয় করেন অস্ত্রোপাচার এর মাধ্যমে দাঁতটি অপসারণের প্রয়োজনীয়তা কতটুকু।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ইউকে ডেন্টাল ক্লিনিক থেকে আরও জানুনঃ 

আক্কেল দাঁত সম্পর্কে আপনি ইউ টিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখুনঃ

https://www.youtube.com/c/UKDentalClinic

ব্লগে আক্কেল দাঁত সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ুনঃ 

https://ukdentalclinicblog.wordpress.com/ 

http://ukdentalclinicbd.blogspot.com/ 

http://ukdentalclinic.tumblr.com/ 

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ইউকে ডেন্টাল ক্লিনিক কে অনুসরণ করুনঃ 

Facebook ফেসবুকঃ 

https://www.facebook.com/ukdentalcare/  

Google+ গুগল প্লাসঃ 

https://plus.google.com/+UKDentalClinic
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Contact যোগাযোগের তথ্যঃ

Mobile মোবাইলঃ +880 1944 002002 

Email ই-মেইলঃ ukdentalclinicbd@gmail.com 

Website ওয়েবসাইটঃ http://www.ukdentalclinicbd.com 

Web: http://www.ukdentalclinic.tumblr.com 
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে হয়, এবং চিকিত্সকের পরামর্শ দিতে বোঝানো হয় না।

Dr.Md.Wali Ullah 

কপিরাইট © 2016 সর্বস্বত্ব সংরক্ষিত।

Copyright © 2016 protected.

Link tumblr.com
Google+
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

#UkDentalclinic #Dental #WisdomTeeth #DentalBangladesh #DentalInformation #DentalClinicUttara #DentistDhaka

Leave a comment