সামনের ফাঁকা দাঁতের চিকিৎসা। Midline Diastema.

​■□ সামনের ফাঁকা দাঁতের চিকিৎসা □■

■ প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর ■

▬▬▬▬▬▬▬▬▬

ছোটবেলার ফোকলা দাঁতের হাসি মায়ের মনকে আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু পরিণত বয়সে যখন নিজেকে সেই ফোকলা দাঁতের অনুভূতি নিয়ে হাসতে হয় তখন আর কষ্টের সীমা থাকে না।


■ মিড-লাইন ডায়েসটেমা কি ? (Midline Diastema)

● পেছনের দিকের দাঁতের মাঝে ফাঁকা থাকার কারণে খাদ্য আটকে নানা রকম সমস্যা দেখা দিলেও সৌন্দর্যের দিক দিয়ে খুব একটা সমস্যার সৃষ্টি হয় না।

● কিন্তু এ ফাঁকাটি যদি আমাদের সামনে দুটো দাঁতের মাঝখানে হয় তবে তা সৌন্দর্য রক্ষায় বড় একটা খুঁত হিসেবে দেখা দেয়।

● আমাদের ওপরের মাড়ির সামনের যে দুটো দাঁত অপেক্ষাকৃত একটু বড় অনেকটা চারকোনার মতো, সেই দুটো দাঁতের মাঝে কারো কারো বেলায় একটি বিশেষ ফাঁকা লক্ষ করা যায়। জন্মগতভাবেই এ ত্রুটি চোখে পড়ে।

● এ ধরনের ফাঁকাকে ডেন্টাল সার্জনরা ডায়াস্টিমা বলে থাকেন।

● ডায়াস্টিমা প্রকৃতিগতভাবে স্থায়ীভাবে তাদের একটি সমস্যা। কিন্তু এর জন্য বস্তুত কেউই দায়ী নয়। সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই আছে।
■□ কি ধরনের ট্রিটমেন্ট ? (Treatment)

● ডেন্টাল সার্জনরা খুবই নিয়মতান্ত্রিক ও সহজ কিছু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ সমস্যার সমাধান দিয়ে থাকেন।

● 01. ব্রেসেস অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি। (Brace’s Orthodontic Treatment)

● অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি, যেখানে ব্রেসেস নামক বন্ধনীর সাহায্যে এ বিশেষ ফাঁকা জায়গা কমিয়ে আনা যায়। 

● এটি একটু ব্যয়বহুল। তবে পোরসেলিন ভেনিয়ার অপেক্ষাকৃত স্বল্পমূল্যের চিকিৎসা পদ্ধতি। যাকে ইনস্ট্যান্ট অর্থোডোনটিক চিকিৎসা বলা হয়।

 

● 02. পোরসেলিন ভেনিয়ার (Porcelain veneer’s)

● শুধু মাত্র বাইরের দিকের অংশর এনামেল কে রিপ্লেস করে দিয়ে ক্রাঔন করে , যা অনেক ক্ষেত্রে সফল ভাবে সমাধান করে না |

● অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশের দুটো পদ্ধতির ব্যয় কম হলেও সবচেয়ে স্বল্পমূল্যের পদ্ধতিটি হলো কনভেনশনাল ক্রাউনব্রিজ।

 

● 03. কনভেনশনাল ক্রাউনব্রিজ। (Conventional Crown / Bridge’s)

● এটি খুবই চমৎকার একটি পদ্ধতি। অনেক সময় এটি পোরসেলিন ভেনিয়ার থেকে বেশি কার্যকর। 

▬▬▬▬▬▬▬▬▬

■ ডায়াস্টিমার সমস্যার সমাধান এখন আপনার হাতের নাগালে। 

■ তাই সৌন্দর্যহীনতার সঙ্গে সঙ্গে আপনি যেন ব্যক্তিত্বহীনতায় আক্রান্ত না হয়ে পড়েন সে জন্য অভিজ্ঞ একজন ডেন্টাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন.

▬▬▬▬▬▬▬▬▬

Mobile : +880 1944002002

Email : ukdentalclinicbd@gmail.com

Website : http://www.ukdentalclinicblog.wordpress.com 

▬▬▬▬▬▬▬▬▬
অনুসরণ করুনঃ 

Facebook Page ফেইসবুক পেজঃ 

https://www.facebook.com/UKDentalClinic.Uttara11/ 

Google+ Page গুগল পেজঃ 

https://plus.google.com/+UKDentalClinic

▬▬▬▬▬▬▬▬▬
ডা:মো: ওয়ালী উল্লাহ 

ইউ কে ” ডেন্টাল ক্লিনিক 

মোবাইল : (+৮৮ ) ০১৯৪৪ ০০২০০২ 

Tumblr

One thought on “সামনের ফাঁকা দাঁতের চিকিৎসা। Midline Diastema.

Leave a comment